খোয়াই: খোয়াই সুভাষ পার্ক সি পি আই ( এম)-- র অঞ্চল অফিসে হামলা দুষ্কৃতীদের বলে অভিযোগ; ঘটনাস্থলে নেতৃত্বরা
Khowai, Khowai | Oct 6, 2025 খোয়াইয়ে সি পি আই ( এম)-- র অঞ্চল অফিসে হামলা দুষ্কৃতীদের--: গতকাল গভীর রাতে কতিপয় দুষ্কৃতী খোয়াই জেলা শহরের প্রাণকেন্দ্র সুভাষপার্কে সি পি আই ( এম)দলের অঞ্চল কমিটির অফিসে হামলা চালায়।দুষ্কৃতীরা পার্টি অফিসের সামনে থাকা পতাকাসহ পতাকা দণ্ডটি ভেঙে ফেলে।নীচ থেকে ইট পাটকেল নিক্ষেপ করে ওপরের তলার ঘরের জানালার কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ।