শালবনি: শালবনি বিধানসভার নিশ্চিন্তপুর ১০৪ নম্বর বুথে বিজেপির SIR সহায়তা কেন্দ্রে রাতেও ভিড় ফর্ম পূরণের
শালবনীতে লাগাতার চলছে বিজেপির এস আই আর সহায়তা কেন্দ্র। সালবনীর গ্রামে গ্রামে অলিতে গলিতে বিভিন্ন বুথে বিজেপির তরফে খোলা হয়েছে এসআই আর সহায়তা কেন্দ্র। আজ শুক্রবার শালবনী বিধানসভার অন্তর্গত নিশ্চিন্তপুর বা দরখোলা ১০৪ নম্বর বুথে বিজেপির এস আই আর সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক গৌতম কৌড়ি সহ অন্যান্যরা। এদিন রাত্রি প্রায় সাড়ে নটা নাগাদ ও দেখা গেল এই এস আই আর সহায়তা ক্যাম্পে গ্রামবাসীরা আসছেন ফরম পূরণের জন্য।