কেশপুর: কেশপুরের খেতুয়া গ্রামে CPIM এর ব্লক কৃষক সভার সম্মেলনের সাথে সাথে শহীদের মাল্যদান
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকে বামেদের সম্মেলন। আজ বেলা বারোটা নাগাদ কেশপুরের খেতুয়া গ্রামে বামেদের ব্লক কৃষক সভার সম্মেলন তার সাথে সাথে শহীদদের স্মরণে মাল্যদান করতে দেখা যায় এদিন বামেদের ব্লক কৃষক সভার সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য নেতা তাপস সিনহা সহ জেলা ও ব্লকের নেতা নেত্রীরা