মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: আলোর উৎসবে চোখের আলো ফেরাতে উদ্যত জিয়াগঞ্জ পুলিশ প্রশাসন
দীপাবলীর আলোর উৎসবে ব্যস্ত সকলেই কিন্তু এই আলোর আনন্দ উৎসবে চোখের আলো পর্যাপ্ত পরিমাণে না থাকায় কেউ কেউ পারছিলেন না এই আনন্দে শামিল হতে। ঠিক তখনই মা শ্যামার পুজোর আরাধনার মধ্য দিয়ে জিয়াগঞ্জ পুলিশ প্রশাসন স্থানীয় এক স্বেচ্ছাসেবীক সংগঠনকে সাথে নিয়ে জিয়াগঞ্জ থানা প্রাঙ্গণে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে।  আর সেখানেই পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাদের চোখের আলো কমেছে অর্থাৎ প্রয়োজন চিকিৎসার মধ্য দিয়ে চশমার, আজ সেই সমস্ত চশমা প্রাপকদের হ