সারা রাজ্যজুড়ে উন্নয়নের পাঁচালীর গান জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। ভাতার ব্লকের বলগোনা অঞ্চলে রবিবার প্রচার চালালো তৃণমূল কংগ্রেস । আগামী দিনে প্রতিটি অঞ্চলে এই প্রচার চলবে বলে জানা গেছে ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
ভাতার: উন্নয়নের পাঁচালীর গান জোর কদমে প্রচার চালালো তৃণমূল কংগ্রেস বলগোনা অঞ্চলে - Bhatar News