রাজারহাট: দুর্গাপুজোয় প্রথমবার সল্টলেকের EZCC - তে মহিলাদের সচেতন করতে স্টল বসাল জাতীয় মহিলা কমিশন
দুর্গাপুজোয় প্রথমবার মহিলাদের সচেতন করতে স্টল বসাল জাতীয় মহিলা কমিশন। এই প্রথম দুর্গাপুজোর উৎসবমুখর পরিবেশে মহিলাদের সচেতন করার উদ্যোগ নিল জাতীয় মহিলা কমিশন । দুর্গাপুজোর ভিড়ে, ভক্তদের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিতে বিশেষ একটি সচেতনতা স্টল চালু করা হয়েছে সল্টলেকের EZCC - তে। এই স্টলের মূল উদ্দেশ্য মহিলাদের আইনগত অধিকার, হেল্পলাইন পরিষেবা এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।