জলপাইগুড়ি: টানা বর্ষণের জেরে হু হু করে বাড়ছে তিস্তার জলস্তর, জলপাইগুড়িতে জল পরিমাপক খুটির উপর দিয়ে বইছে জল
টানা বর্ষণের জেরে হু হু করে বাড়ছে তিস্তার জলস্তর। জল পরিমাপক খুটির উপর দিয়ে বইছে জল। তিস্তায় লাল সতর্কতা, বাড়ছে উদ্বেগ নদী পাড়ে। পাহাড় ও সমতলের বৃষ্টিতে নদী ফুলে ফেঁপে উঠেছে। এর জেরেই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মেখলিগঞ্জ এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি দোমোহনি এলাকায় সতর্কতামূলকভাবে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সেচ দফতর সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে মোট ৫৩৬৩ কিউমেক জল ছাড়া হয়েছে। সকাল ৭টায় ছাড়া হয় ১৩৭