কুমারগ্রাম: বারবিশার দক্ষিণ রামপুরের ১১ জন বাসিন্দা BJP ছেড়ে তৃণমূলে যোগদান করলেন
বারবিশার দক্ষিণ রামপুরের ১১ জন বাসিন্দা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মঙ্গলবার তৃণমূলের তরফে এই খবর জানানো। যোগদান সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের ভল্কা-বারবিশা ১ নম্বর অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস, অঞ্চল চেয়ারম্যান প্রদীপকুমার দাস সহ অন্যরা। নবাগতদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব।তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এই যোগদানের ফলে দক্ষিণ রামপুর মৌজার ১০/১০৩ নম্বর বুথে দলের শক্তিবৃদ্ধি হল।