ময়নাগুড়ি: ময়নাগুড়ি ব্লকের জোরপাকড়িতে সাড়ম্বরে পূজিত হল ২৫২ বছরের পুরনো ঐতিহ্যবাহী মা কালীর পুজো
ময়নাগুড়ি ব্লকের জোরপাকড়িতে সাড়ম্বরে পূজিত হল ঐতিহ্যবাহী মা কালীর পুজো । জানা যায় বংশপরম্পরায় এই পূজা করে আসসেন দাশ পরিবার। ২৫২ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই পুজো। ১৭৭৬ সালে কেষ্ট রাম দাস শ্যামা মায়ের এই পুজোয় ব্রতী হন,সেই থেকে আজ পর্যন্ত মহাশমারোহে পুজো হয়ে আসছে।পরবর্তীতে পূজোটি দুটি জায়গায় হয়। অর্থাৎ বড় ভাই এবং ছোট ভাই আলাদা আলাদা পূজো করেন, তাই জোরপাকরিতে বড়মা এবং ছোট মা রূপে শ্যামা মা পরিচিত। পুজোকে ঘিরে এলাকার মানুষ শুধু নয় বহু দূর দুরান্ত থেক