বালুরঘাট: গাড়ির কাঁচ ভাঙার অপরাধে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ বালুরঘাটে, খুনের কারণ জানালেন মৃতের পরিবার
চারচাকা গাড়ির কাঁচ ভাঙার অপরাধে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বালুরঘাট শহর সংলগ্ন মঙ্গলপুর আদিবাসীপাড়ায়। মৃতের নাম প্রসেনজিৎ সরেন(৪৬)। বাড়ি বালুরঘাট শহর লাগোয়া মঙ্গলপুর আদিবাসীপাড়ায়। ঘটনায় অভিযুক্ত গাড়ির মালিক নেপাল কর্মকারকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। সোমবার ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক দুদিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছেন। এদিকে এদিন দেহটি ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।