পুঞ্চা: রাজনোয়াগড়ে সূচনা হলো হলো শবর মেলা,চলবে তিন দিন
Puncha, Purulia | Nov 29, 2025 শবরদের একত্রিত করার উদ্যোগ নিয়ে শবর মেলার আয়োজন করলো পশ্চিমবঙ্গ শবর খেড়িয়া কল্যাণ সমিতি।শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ পুরুলিয়ার রাজনোয়াগড়ে তিনদিন ব্যাপী মেলার সূচনা করা হয়।বিশেষত শবরদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এই শিবির বলে জানান পশ্চিমবঙ্গ খেড়িয়া কল্যান সমিতির নির্দেশক প্রশান্ত রক্ষিত। এদিন শবর মেলায় পুরুলিয়া বিজ্ঞান কেন্দ্রের ভ্রাম্যমান যান পৌঁছায়।উৎসাহিত শবর ছাত্র ছাত্রীরা এদিন সেই যানে উঠে বিজ্ঞান কেন্দ্রের বিষয় গুলি রপ্ত করেন।