জলপাইগুড়ি: উদ্বেগ বাড়াচ্ছে বৃষ্টি,বন্যার আশঙ্কায় বন্যাদুর্গতদের ফের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করল জলপাইগুড়ি প্রশাসন
উদ্বেগ বাড়াচ্ছে বৃষ্টি। বন্যার আশঙ্কায় বন্যাদুর্গতদের ফের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করল জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লক প্রশাসন। জলঢাকা নদীর বাঁধের পাশেই তাবু টাঙিয়ে থাকা শতাধিক মানুষকে সরিয়ে অন্যত্র শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। গত ৫ অক্টোবর ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছিল জলঢাকা নদী সংলগ্ন ময়নাগুড়ি ব্লকের খাটোরবাড়ি, তারারবাড়ি-সহ বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি হারিয়ে তাবুর নিচে আশ্রয় নিয়েছিলেন বহু পরিবার। এখনো ঘরবাড়ি তৈরি না হওয়ায় শতাধিক মানুষ ঘরে ফিরতে পারে