খোয়াই: এক এক করে বিভিন্ন ক্লাবের প্রতিমা নিরঞ্জন চলছে বনকর দশমী ঘাটে
Khowai, Khowai | Oct 4, 2025 এক এক করে বিভিন্ন ক্লাবের প্রতিমা নিরঞ্জন চলছে বনকর দশমী ঘাটে এদিন দুপুর ১ টা থেকে এক এক করে বিভিন্ন ক্লাবের প্রতিমা নিরঞ্জন চলছে মহাসাড়ম্বরে। একদিকে মহিলারা ঢাকের তালে তালে নাচ করছে তো অন্যদিকে প্রতিমা বিসর্জন চলছে। এরকম কিছু দৃশ্য উঠে আসলো দেখুন।