পোলবা-দাদপুর: আমরা চাই প্রকৃত ভোটারদের নাম একটাও যেন না বাদ যায়, হুগলির পোলবায় বললেন জেলা তৃণমূলের সহ-সভাপতি
আমরা চাই প্রকৃত ভোটারদের নাম একটাও যেন না বাদ যায়, হুগলির পোলবায় বললেন জেলা তৃণমূলের সহ-সভাপতি। আজ থেকে রাজ্যে শুরু হয়েছে এস আই আর। নির্দিষ্ট আধিকারিকরা নিজ নিজ এলাকায় নথি যাচাইয়ের কাজে নেমে পড়েছে ইতিমধ্যে। যদিও এরাজ্যে এস আই আর নিয়ে রাজনৈতিক চাপানুতোর কাটেনি এখনও। আজ মঙ্গলবার রাত নটা নাগাদ হুগলির পোলবা থেকে প্রতিক্রিয়া দিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অসিত চ্যাটার্জি। এদিন তিনি পোলবা,,