শালবনি: শালবনির ভাগাবাঁধে গ্রামসভার আয়োজন
সালবনিতে আয়োজিত হল গ্রাম সভা। গ্রামের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় এদিন এই সভায়। শালবনী বিধানসভার অন্তর্গত দুই নম্বর বিষ্ণুপুর অঞ্চলের ভাঙাবাদ সংসদে এদিন আয়োজিত হয় এই গ্রাম সভা। আজ সোমবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ এই গ্রাম সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গ্রামের মোড়লরা এবং গ্রামবাসীরা।