কোলাঘাট: চকলেটের লোভ দেখিয়ে ১৫ বৎসরের প্রতিবেশি নাবালক দাদার বিরুদ্ধে ৫ বৎসরের শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ কোলাঘাটে
কোলাঘাট থানার এলাকায় প্রতিবেশী নাবালক দাদা চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছর বয়সী প্রতিবেশী শিশু কন্যাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করার অভিযোগ। শুক্রবার জুভেনাইল আইনে আওতা এনে জুভেনাইল আদালতে তোলা হয়।আর এই ঘটনা কাউকে জানালে গলা টিপে মেরে ফেলার হুমকি।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।