কালনা ১: কালনার ১০৮ শিব মন্দিরে শিবরাত্রি উপলক্ষ্যে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ঢল নেমেছে
ভক্তদের ঢল নামলো কালনার ১০৮ শিব মন্দিরে। আজ মহা শিবরাত্রি উপলক্ষ্যে ১০৮ শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় হয়েছে। প্রতি বছরের মতন এবছরও কালনার বিভিন্ন ঘাটে গঙ্গায় স্নান করে ঘটে করে জল নিয়ে এসে শিবের মাথায় ঢালছে ভক্তরা। কালনা তথা আশপাশের মানুষ তো বটেই বাইরের দেশ থেকে ভক্তরা এসেছেন ১০৮ শিবলিঙ্গের মাথায় জল ঢালতে।