রাজারহাট: আলোর উৎসবে আলোকিত সল্টলেক — দেবী মহালক্ষ্মীর আরতিতে ভক্তি ও আনন্দে ভাসল শহর
সোমবার দীপাবলির আলোর ছটায় আলোকিত হয়ে উঠল গোটা শহর। আলোর এই উৎসবকে কেন্দ্র করে সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গন পরিণত হয়েছিল এক অন্য রকম ভক্তিময় পরিবেশে। আয়োজন করেছিল মাড়োয়ারি সংস্কৃতি মঞ্চ — “দীপাবলি মহোৎসব ২০২৫”-এর। এবারের উৎসবের মূল আকর্ষণ ছিল দেবী মহালক্ষ্মীর এক বিশাল মূর্তি — উচ্চতা প্রায় ২৪ ফুট।