শীতলকুচি: পূর্ব শীতলকুচি এলাকায় দশমীর দিনে দা নিয়ে তারা ইট ভাটার সর্দারকে,ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
বৃহস্পতিবার শীতলকুচি ব্লকের পূর্ব শীতলকুচি ব ইভাটার সর্দারকে দা নিয়ে ধাওয়া করার অভিযোগ ।জানা যায় অগ্রিম ইট ভাটার শ্রমিককে টাকা দিতে যান পূর্ব শীতলকুচি এলাকায় কিন্তু রাস্তায় পেয়ে ওই ইট ভাটার সর্দারকে প্রথমে ভয় দেখিয়ে ষাট হাজার টাকা ছিনতাই করে নেন তারপরেই বাড়ি থেকে দা এনে পিছন থেকে ধাওয়া করে ওই এলাকার এক ব্যক্তি। ঘটনায় শীতলকুচি থানায় লিখিত অভিযোগ হয়েছে ঘটনা তদন্ত করছে পুলিশ।