সাব্রুম: পোয়াংবাড়ী গৌরসীং বাড়ীতে উপজাতি যুব ফেডারেশনের কনভেনশন সংগঠিত করা হয়
পোয়াংবাড়ী গৌরসীং বাড়ীতে উপজাতি যুব ফেডারেশনের কনভেনশন সংগঠিত করা হয়।২১ শে সেপ্টেম্বর বেলা ২ ঘটিকায় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় কনভেনশন।বিজেপি দল ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসার পূর্বে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন বেকার যুবক যুবতিদের কর্মসংস্থান করবেন,সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবেন,,১০৩২৩ শিক্ষকদের ন্যায় দেবেন।বিজেপি দল প্রতিশ্রুতি পূরন করুক এই দাবিতে কনভেনশন সংগঠিত করা হয়।