ময়ূরেশ্বর ১: নানুর চিরকালই উপদ্রুত এলাকা, মল্লারপুরে মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক
নানুর চিরকালই উপদ্রুত এলাকা, মল্লারপুরে আজ রাতে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রথীন সেন। প্রসঙ্গত নানুর থানার মোহনপুর গ্রামে উদ্ধার হয়েছে দুই বালতি তাজা বোমা।পুলিশ জানিয়েছে,গোপন সূত্রে খবর পেয়ে গ্রামের একটি পরিত্যাক্ত বাড়ির পিছন থেকে দুই বালতি তাজা বোমা উদ্ধার করা হয়েছে মঙ্গলবার বৈকালে। খবর পাওয়ার পর থেকেই ঘটনাস্থল ঘিরে রাখে নানুর থানার পুলিশ। তারপর আজ সকালে এসে সমস্ত বোমা গুলিকে আজ সকালে নিষ্ক্রিয় করা হলো।