সোনামুড়া: জমি সংক্রান্ত বিবাদে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই, ঘটনা নিদয়া
জমি সংক্রান্ত বিবাদে বড় ভাইয়ের হাতে খুন হল ছোট ভাই। ঘটনা যাত্রাপুর থানা দিন নিদয়া তিন ডেপা এলাকা। যদিও প্রথমে বড় ভাই এ বিষয়কে কেন্দ্র করে কাকার উপর দোষ ছাপানোর চেষ্টা করলেও পরবর্তীকালে বড় ভাইয়ের স্ত্রী স্বীকার করে জমি সংক্রান্ত ঝামেলা মৃত ব্যক্তির সঙ্গে তাদের হয়েছে। বড় ভাইয়ের নাম গৌতম শীল। আর মৃত ব্যক্তির নাম রাসু শীল। বয়স ৩৫।