ঝালদা ২: কোটশিলাতে বিজয়া সম্মিলনী হল BJP-র, অনুষ্ঠান স্থলে কংগ্রেস ও CPI(M) ছেড়ে গেরুয়া দলে আশ্রয় নিল ১০ টি পরিবার
পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী আজকে বিকালে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান আয়োজিত হলো ঝালদা দু'নম্বর ব্লক এলাকার বিজেপি নেতৃত্বের। সেখানে পুরুলিয়ার সাংসদ, এলাকার বিধায়ক, দলের জেলা সভাপতি সহ জেলার দলীয় অন্যান্য নেতৃত্ব এবং মন্ডল নেতৃত্ব উপস্থিত ছিলেন । বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান স্থলে সিপিআইএম ও কংগ্রেস দল দশটি পরিবার পদ্মফুল শিবিরে যোগদান করেন ।