মানবাজার ২: বড়গড়িয়া হাইস্কুলের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে গ্রেফতারের দাবিতে মিছিল,ডেপুটেশন BJP -র
বড়গড়িয়া হাইস্কুলের ঘটনায় অভিযুক্ত শিক্ষক এখনও অধরা,শিক্ষককে অবিলম্বে গ্রেফতারের দাবিতে ও স্কুলের পঠন পাঠন চালু করার জন্য বোরতে মিছিল ও থানায় স্মারকলিপি দিল ভারতীয় জনতা পার্টি বান্দোয়ান তিন নম্বর মন্ডল কমিটি। সোমবার বিকেল সাড়ে চারটা নাগাদ বোরো বিজেপির দলীয় কার্যালয় থেকে বোরো থানা পর্যন্ত মিছিল করা হয়।এদের মিছিল থেকে অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলেন বিজেপির কর্মীরা।