বড়ঞা: দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের শুরু হচ্ছে ১০০ দিনের কাজ প্রকল্প, আনন্দে বড়ঞায় শ্রমিক মহল
দীর্ঘ টালবাহানার অবসান! অবশেষে রাজ্য জুড়ে ফের শুরু হতে চলেছে ১০০ দিনের কাজ প্রকল্প। সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রকে দিতে হবে আটকে থাকা প্রকল্পের টাকা। প্রায় তিন বছর ধরে আর্থিক অনিয়মের অভিযোগে এই প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ রেখেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু শীর্ষ আদালতের নির্দেশে আর কোনও অনুদান অযৌক্তিকভাবে বন্ধ রাখা যাবে না। এই খবরে আনন্দের হাওয়া বইছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের সুন্দরপুর এলাকায়।