এক হনুমানের মৃত্যুর পর তার অন্তিম যাত্রায় শুধু মানুষের শোক মিছিলই নয়,গোটা গ্রাম প্রদক্ষিণের পর নিয়মঋতী মেনে করা হলো সেই হনুমানের সৎকার।শুক্রবার সকাল ১০ টা নাগাদ মানবাজার থানার জিতুজুড়ি অঞ্চলের চেল্যামা গ্রামের পুকুর পাড়ে একটি হনুমানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। এরপর সেই হনুমানের সৎকার করার জন্য গ্রামবাসীরা নিজেদের মধ্যে চাঁদা আদায় করে ওই পুকুরপাড়ের পাশেই সমস্ত কিছু আচার মেনে সমাধিস্থ করে।