ময়নাগুড়ি: রাজবংশীদের ঐতিহ্যে দীপাবলির বিশেষ রীতি গোছা দেওয়া, পূর্বপুরুষের আমল থেকে হয়ে আসছে ময়নাগুড়ির বিভিন্ন গ্রামে
রাজবংশীদের ঐতিহ্যে দীপাবলির বিশেষ রীতি গোছা দেওয়া। পূর্বপুরুষের আমল থেকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ পদমতি, সাহাপাড়া, এবং পার্শ্ববর্তী গ্রামগুলিতে রাজবংশী পরিবারগুলির ঘরে ঘরে এই ঐতিহ্যবাহী রীতি পরম শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে পূর্বপুরুষ ও দেবতার প্রতি শ্রদ্ধা নিবেদনের আলোর উৎসব পালিত হয়ে আসছে। দীপাবলি মানেই আলোর উৎসব। কিন্তু রাজবংশী সমাজের কাছে এই দিনটির বিশেষ এক ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে।