মাথাভাঙা ২: ছিটকিবাড়ি সংলগ্ন এলাকায় মৃত শিশুর মৃতদেহ ময়নাতদন্তের পর এলাকায় নিয়ে এলেই শোকের ছায়া
মাথাভাঙা ২ নম্বর ব্লকের ছিটকিবাড়ি সংলগ্ন এলাকায় পুকুরে পড়ে মৃত শিশুর মৃতদেহ ময়নাতদন্তের পর শনিবার দুপুর তিনটে নাগাদ এলাকায় নিয়ে এলে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার এক শিশু পুকুরে পড়ে যাওয়ার খবর পেয়ে গতকালই ঘটনাস্থলে পৌঁছায় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ও দমকল কর্মীরা। স্থানীয়দের সহায়তায় বেশকিছুক্ষণের চেষ্টায় উদ্ধার হয়েছিল শিশুটির নিথর দেহ। পুলিশ জানিয়েছে এদিন ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।