জয়নগর ২: বনদপ্তর এর বিরুদ্ধে একাধিক অভিযোগ দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরামের
দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের ব্যবস্থাপনায় কুলতলির বিট অফিস সংলগ্ন এলাকায় গত ২১ শে নভেম্বর থেকে একাধিক দাবির নিয়ে তারা ধরনা ও বিক্ষোভ প্রতিবাদ মিছিলে শামিল হয় এ বিষয় নিয়ে মিলন দাস দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সাধারণ সম্পাদক কি জানালেন তা শুনুন।