শালতোড়া: শালতোড়া নাগরিক মঞ্চের তরফে
"বন্দে মাতরম্" গানের সার্ধশতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল শালতোড়ায়
শুক্রবার আনুমানিক রাত্রি আটটা বাঁকুড়ার শালতোড়ায় মন্ডল 2 শালতোড়া নাগরিক মঞ্চের তরফে "বন্দে মাতরম্" গানের সার্ধশতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন শালতোড়া বিধায়ক চন্দনা বাউরী সহ শালতোড়া নাগরিক মঞ্চের সদস্যরা