নবদ্বীপ: অগ্নিগদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু হল শ্রীবাস অঙ্গন রোডের বাসিন্দা এক বৃদ্ধার,দেহ ময়নাতদন্তে পাঠাল পুলিশ
Nabadwip, Nadia | Oct 28, 2025 বৃদ্ধার নাম,মিনতি সেন(২)বাড়ি শ্রীবাস অঙ্গন রোড এলাকায়,সূত্রের খবর সোমবার সকালে বৃদ্ধা মিনতি সেন গৃহ দেবতার পুজো দিচ্ছিলেন,সেই সময় কোনও ভাবে মোমবাতির আগুন তার শাড়ির আঁচলে ধরে যায়,পরে বিষয়টি জানাজানি হতেই ওই বৃদ্ধাকে অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসার জন্য নবদ্বীপ হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা,চিকিৎসা চলাকালীন আজ ভোর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন অগ্নিগ্ধ ওই বৃদ্ধা,আজ দুপুরে বৃদ্ধার দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।