রায়গঞ্জ: স্বনির্ভরতার বার্তা নিয়ে রায়গঞ্জের বিধানমঞ্চে ৭২তম সমবায় সপ্তাহ পালন, উপস্থিত সভাধিপতি পম্পা পাল
রায়গঞ্জ বিধানমঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৭২তম নিখিল ভারত সমবায় সপ্তাহ। বৃহস্পতিবার মজা করতে যাবা সকালে পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ও বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, স্বনির্ভর ভারত গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানজুড়ে সমবায়ের ইতিহাস, গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।