কুমারগঞ্জ: কুমারগঞ্জে চাকা চুরি আটকাতে গিয়ে গাড়ির মালিকের উপর হামলা, দু’জন গ্রেফতার
দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানা এলাকার সাফানগর অঞ্চলে চাঞ্চল্যকর ঘটনা। জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর ভোর রাতে এক ব্যক্তির বাড়ির সামনে রাখা গাড়ির চাকা চুরি করার চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতি। অভিযোগ, গাড়ির মালিক বিষয়টি টের পেয়ে বাধা দিলে তাঁকে মারধর করে দুষ্কৃতীরা।ঘটনার পর আক্রান্ত ব্যক্তির বাড়ির পক্ষ থেকে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপর হয়ে জাকির শেখ এবং জান্নাতুন খাতুন নামে দু’জনকে গ্রেফতার করে।