কালনা ১: কালনায় ‘বাংলার ভোট রক্ষা শিবির’-এ ভোটার লিস্টে নাম উধাও! আতঙ্কে সাধারণ মানুষ, তাঁদের আশ্বস্ত করছে তৃণমূল
আজ থেকে শুরু হয়েছে SIR যেখানে বিএলও দলের সদস্যরা বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছে ভোটারদের নাম চেক করছেন। এই প্রক্রিয়ার সাথে সাথে, তৃণমূল কংগ্রেসও নিজেদের শিবিরের মাধ্যমে বাংলার ভোট রক্ষার উদ্যোগ নিয়েছে, যেখানে ভোটারের নাম সঠিকভাবে তালিকাভুক্ত রয়েছেন কিনা মানুষদের সাহায্য করছেন তারা। তবে, মঙ্গলবার কালনা ছ নম্বর ওয়ার্ডের গ্যাস গোডাউনের নিকট তৃণমূল কংগ্রেসের আয়োজিত 'বাংলার ভোট রক্ষা শিবির' নামে একটি ক্যাম্পে কিছু অস্বস্তিকর ঘটনা সামনে আসে।