নিতুড়িয়া: নিতুড়িয়ার বাথানবাড়িতে কলসযাত্রা, হোমযজ্ঞ,পূজাঅর্চনা সহযোগে হনুমান মন্দিরের প্রতিষ্ঠা করা হল
রাস পূর্ণিমার পূণ্য তিথিতে মঙ্গলবার পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের গুণিয়াড়া অঞ্চলের বাথানবাড়ি গ্রামে কলসযাত্রা,হোমযজ্ঞ, পূজাঅর্চনা সহ যোগে হনুমান মন্দিরের প্রতিষ্ঠা করা হল। উদ্যোক্তাদের পক্ষ থেকে সোমনাথ মিশ্র জানান, বাথানবাড়ি গ্রামে হনুমান মন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে স্হানীয় পাঞ্চেৎ জলাধার থেকে মহিলারা কলসে জলভর্তি করে শোভাযাত্রার মধ্য দিয়ে মন্দিরে আসার পর হোমযজ্ঞ পূজাঅর্চনা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।