কুমারগ্রাম: পাকরিগুড়ি দক্ষিণপাড়া এলাকার একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য
পাকরিগুড়ি দক্ষিণপাড়া এলাকার একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের ভল্কা-বারবিশা ২ নম্বর অঞ্চল সভাপতি ভিক্টর রায় জানিয়েছেন, তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে রয়েছেন। ওই পরিবারকে সহযোগিতা করা হবে। সোমবার রাতে পাকরিগুড়ি দক্ষিণপাড়ার বাসিন্দা গোপাল দাসের বাড়ির একটি ঘরে আগুন দেখা যায়। খবর পেয়ে ওই বাড়িতে আসে বারবিশা দমকল কেন্দ্রের কর্মীরা। স্থানীয়দের সহযোগিতায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।