সীতাই: BJP তে নিষ্ক্রিয় কর্মী থাকা সত্ত্বেও BJP-র BLA 2 তে নাম,ক্ষোভে সিতাই ২ অঞ্চল তৃনমূল কার্যালয়ে BJP কর্মীর তৃণমূলে যোগ
BJP তে নিষ্ক্রিয় কর্মী থাকা সত্ত্বেও BJP-র BLA 2 তে নাম,ক্ষোভে তৃনমূলে যোগদান BJP কর্মীর। মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ এ সিতাই দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অঞ্চল সভাপতি হরিদাস বর্মনের হাত ধরে তৃণমূলে যোগদান করেন সুশান্ত বর্মন নামে এক বিজেপি কর্মীর। এই বিষয়ে বিজেপির নিষ্ক্রিয় কর্মী সুশান্ত বর্মন জানান তিনি এতদিন বিজেপির নিষ্ক্রিয় কর্মী ছিলেন। কিন্তু এস আই আর ঘোষণা হতেই SIR এর জন্য তার সাথে কোনরকম যোগাযোগ না করে বিজেপি দলের তরফে BLA 2 তে নাম এসেছে