তেহট্ট ১: বেতাই সাধুবাজারের পথ দুঘটনায় গ্রেপ্তার হওয়া ড্রাইভারকে তোলা হল তেহট্ট মহকুমা আদালতে
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাধু বাজারে বাসিন্দা সংগীতা ঘোষ,ছেলে প্রিতম ঘোষ ও স্বামী মিলে স্কুটি পুজোর কেনাকাটা করে বাড়ির সামনে এসে দাঁড়াতে একটি চার চাকা গাড়ি তাদেরকে ধাক্কা মারে এবং মৃত্যু হয সঙ্গীতা ঘোষ প্রিতম ঘোষের। এর পর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার চার চাকা গাড়ির ড্রাইভার অশোক কুমার রায়কে গ্রেপ্তার করে এবং অশোক কুমার রায় হাসপাতালে চিকিৎসা থাকার পর,রবিবার দুপুর ১ টার সময় তোলা হল তেহট্ট মহকুমা আদালতে।