গলসি ২: গলসি এলাকায় নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটে
পূর্ব বর্ধমান জেলার গলসি২ নম্বর ব্লকের গলসি এলাকায় নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল সাতটা থেকেই বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটে। যা অসময়ের এই বৃষ্টিপাত ধান চাষে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। অবশ্য এদিন দুপুর ১ টা নাগাদ বৃষ্টিপাত কমতে থাকে যা বিকেল চারটের পর গলসি সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় আর বৃষ্টিপাত ঘটেনি। আর বৃষ্টি না হওয়াতে স্বস্তির নিঃশ্বাস নেন নেয় চাষিরা ।