শালবনি: শালবনির ডালমিয়া সিমেন্ট প্ল্যান্টে আপ হ্যায় সাচ্চে বিশ্বকর্মা অনুষ্ঠানে ২৫ জন অভিজ্ঞ ঠিকাদারকে সম্মাননা জ্ঞাপন
মেদিনীপুর: ডালমিয়া সিমেন্ট (ভারত) লিমিটেড তাদের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘আপ হ্যায় সচ্চে বিশ্বকর্মা’র মাধ্যমে পূর্ব ভারতের ৪৩১ জন প্রবীণ ঠিকাদারকে সম্মানিত করেছে। মেদিনীপুরের বেঙ্গল সিমেন্ট ওয়ার্কস প্ল্যান্টে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন অভিজ্ঞ ঠিকাদারকে শাল, স্মারক, ঘড়ি ও বিশেষ ফটো অ্যালবাম প্রদান করা হয়।