জামবনি: নভেম্বরের শুরুতেই জামবনি ব্লকে উত্তুরে হাওয়ার দাপট, তাপমাত্রা নামল ১৬ ডিগ্রি তে
নভেম্বরের শুরুতেই জামবনি ব্লকে উত্তুরে হাওয়ার দাপট। বুধবার জামবনি ব্লকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমার সাথে সাথে জামবনি ব্লকে সকাল ও রাতের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যায়। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আগামী দুদিনে আরও তাপমাত্রা কমতে পারে। জামবনি ব্লক জুড়ে সকাল ও বিকেল থেকে শুরু করে রাতে মোটামুটি বেশ শীত অনুভূত হচ্ছে। এদিন রাতে জামবনি ব্লকের একাধিক এলাকায় দেখা যায় আগুন জ্বালিয়ে মানুষ শীতের আমেজ উপভোগ করছেন।