দেশপ্রাণ: কালীপুজোয় কাঁথির ভবতারিণী" মায়ের চরণে অঞ্জলি প্রদান করে সকলের মঙ্গল প্রার্থনা করলেন কাঁথি লোকসভার প্রাক্তন সাংসদ
পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন মন্দির গুলির মধ্যে কাঁথির ভবতারিণী মায়ের মন্দির অন্যতম।এখানে মা কালী ভবতারিণী নামে পূজিত হন।এই মন্দির ঘিরে নানান আলৌকিক কাহিনী প্ৰচলিত আছে।সেই মন্দিরে সোমবার রাত্রি প্রায় সাড়ে ১০টা নাগাদ মা ভবতারিণীর রাতুল চরনে অঞ্জলী প্রদান করে দেশ ও দশের মঙ্গল কামনা করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিশির অধিকারী।