মানবাজার ১: কামতা জাঙ্গিদিরি অঞ্চলের তৃনমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির মৃত্যুতে সভাপতির বাড়ি পৌঁছালেন মন্ত্রী
মানবাজার ১ নং ব্লকের কামতা জাঙ্গিদিরি অঞ্চলের তৃনমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অশ্বিনী মাহাত গত ১১ ই সেপ্টেম্বর মারা যান।রবিবার বেলা ১.৩০ টা নাগাদ শোকগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু।এছাড়াও তিনি ওই পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন। সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।