রায়গঞ্জ: পুজোর আগে পৌরকর্মীদের বকেয়া বেতন মেটালো রায়গঞ্জ পৌরসভা,সাংবাদিক বৈঠক করলেন পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস
দুর্গাপূজার প্রাক্কালে রায়গঞ্জ পৌরসভায় মিটলো কর্মীদের বকেয়া বেতন সমস্যা। বিগত কয়েকদিন ধরে সাফাইকর্মী ও অস্থায়ী পৌর কর্মীদের বকেয়া বেতন না মেলার কারণে বিক্ষোভ চলছিল এবং শহর জঞ্জালে ভরে গিয়েছিল। রবিবার পৌরসভা জানায়, প্রায় এক কোটি ৫৯ লক্ষ টাকা ব্যয় করে স্থায়ী, অস্থায়ী, সাফাইকর্মী ও পেনশনভোগীদের বেতন মিটিয়ে দেওয়া হয়েছে। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস আশ্বাস দেন, আগামী দিনেও এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে।