করিমগঞ্জ: প্রচন্ড ভিড়ের কারণে প্রশাসনের তরফে দুর্গাপূজা পর্যন্ত বন্ধ রাখা হবে গড়েরবন্দ এলাকায় পাতা বাবার পাতা প্রাসাদ
রবিবার ৬ টা নাগাদ জানা যায়,প্রশাসন ও পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সর্বসম্মতি ক্রমে একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে আইন-শৃঙ্খলার দিকে নজর দেখে দুর্গাপূজা পর্যন্ত আশীর্বাদস্বরূপ পাতা দেওয়া হবে না। দূর্গা পূজার পর থেকে আবার নিয়মিতভাবে দেওয়া হবে টুকেন সিস্টেমের মাধ্যমে পাতা প্রসাদ। উল্লেখ্য,পাতা বাবার পাতার প্রসাদ নিতে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা সহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।