হরিশ্চন্দ্রপুর ১: হরিশ্চন্দ্রপুর অঞ্চলের তিনটি বুথের মানুষের পরিষেবা দিতে শিবির পরিদর্শন তৃণমূল নেতৃত্বের
হরিশ্চন্দ্রপুর ১ ব্লক প্রশাসনের ব্যবস্থাপনার মধ্য দিয়ে হরিশ্চন্দ্রপুর অঞ্চলের তিনটি বুথের মানুষকে সরকারি পরিষেবা প্রদান করতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আয়োজিত হচ্ছে। ২৪৯ ২৫০ ও ২৫১ এই তিনটি বুথের মানুষকে বিভিন্ন রকম সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করার পাশাপাশি তাদের নানান সমস্যা অভিযোগ সোনা হচ্ছে। এই সুবীর পরিদর্শন করেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান ছাড়াও দলের নেতৃত্বরা।নির্দেশ মেনে প্রতিটি বুথের বাকি থাকা কাজগুলি করার বার্তা।