গড়বেতা ৩: লক্ষণপুর,পাতুরিয়া সহ একাধিক এলাকায় হাতির তাণ্ডব,ক্ষতিগ্রস্ত একাধিক চাষী,হুলাপার্টিদের তৎপরতা
লক্ষণপুর,পাতুরিয়া সহ একাধিক এলাকায় রবিবার সন্ধ্যার পর তান্ডব চালিয়েছে একটি বড় হাতির দল, জানা গিয়েছে ওই দলের আনুমানিক কুড়িটিরও বেশি হাতি রয়েছে, এই তান্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জমির আলু সহ অন্যান্য ফসল, ইতিমধ্যেই হুলাপার্টির সদস্যরা ফসলের ক্ষতি এড়াতে হাতিগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তৎপর রয়েছে।