বারুইপুর: চাম্পাহাটি জুনিয়র স্টাফ সার্বজনীন দূর্গা উৎসব কমিটির মন্ডপে সন্ধ্যা থেকেই মানুষের দল
চাম্পাহাটি জুনিয়র স্টাফ সার্বজনীন দূর্গা উৎসব। ৩৩ তম বর্ষ পদার্পণ করল। ভাবনা স্বর্গ নরক। দুমাস লেগেছে প্যান্ডেলটি তৈরি করতে। প্রতিদিন কুড়িজন করে লেবার কাজ করেছে।তুলো , ফম, মাটির পুতুল , প্লাস্টার প্যারিস, কাঁচের গ্লাস, আলোকসজ্জা ।