ইটাহার: ঠাকুমার ঘরে ঢুকে বটি দিয়ে নিজের গলার নলী কেটে ইটাহারের হাঁসুয়া গ্রামে আত্মঘাতী নাতি, দেহ ময়নাতদন্তে পাঠাল পুলিশ
শোবার ঘর থেকে গলার নলী কাটা রক্তাক্ত দেহ উদ্ধার। সোমবার ভোরে ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল ইটাহারের হাঁসুয়া গ্রামে। মৃতের নাম সৌমিত্র শিল(৩১)। এদিন ভোরে ঘুম থেকে উঠে ঠাকুমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বটি দিয়ে নিজের গলার নলী কেটে দেন সৌমিত্র। এরপর রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকলে পরিজন বুঝতে পেরে দরজা ভেঙে সৌমিত্রকে উদ্ধার করেন। রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের পুলিশ। রায়গঞ্জ থানার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়।