চিকেন পক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হল গৃহবধূর। মৃত গৃহবধূর নাম নন্দিতা শীল ওরফে নন্দিতা দাস বয়স ১৯বছর। বাপের বাড়ি শহর বর্ধমানের লাকুরডি আর বিয়ে হয়েছিল নাদন ঘাট থানা এলাকায়। গত সপ্তাহখানেক আগে শ্বশুর বাড়িতে তার পক্স হয় স্থানীয় চিকিৎসকের কাছে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে যায়। তারপর অবস্থার অবনতি হতে থাকলে তাকে গত বৃহস্পতিবার নাগাদ তাকে কালনা হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে রেফার করে Bmchএ নিয়ে আসলে গতকালই তার মৃত্যু হয়